Sorry Dipannita 2 Lyrics | দীপান্বিতা ২ | Tiktok Viral Song By

0

 


Sorry Dipannita 2 | দীপান্বিতা ২ | Tiktok Viral Song Lyrics In Bangla



SONG CREDIT :

Song : Sorry Dipannita 2
Singer : Ritam Biswas
Lyrics : Ritam Biswas
Guitar : Sawata Boss Gu
Dasiter : Baron Bhuimali
Music : Arrangements : Saswate Das
Mix & Mastering : Devjit Biswas
Edit & Color : Abir Ahmed Naeem
Label : Moner Kotha Music

দীপান্বিতা ২ গানের লিরিক্স :


স্বপ্নের শহরে
মনের গভীরে,
তোমার পথ ধরে
হেঁটে যাই।

তুমি যে আপন
তবে কেনো সঙ্গোপন,
উতলা এ মন
ডেকে যায়।

কি করে বলবো তোমাকে
ডুবেছি কোন মায়াতে,
খুঁজেছি সবখানে তাও
পাইনি তোমায়
কি আছে উপায়।

কিছুটা গল্প হাওয়াতে
ভেসে যায় অল্প চাওয়াতে,
পড়েছি কোন অসুখে
ক্লান্তি বুকে
বড্ড অসহায়।

বেবাগী মন কি করে এখন
ভুলেছে আবছা আলাপন,
তবু ডাকি বারে বারে
শোনো কি তা।

কাছে পাওয়ার ইচ্ছে
গুলো তোমার ছোঁয়ায় আকাশ পেলো,
মনের ঘরে আগলে তোমায়
 দীপান্বিতা।

অকারণ অভিমান
বড়ই বেমানান,
কী ভীষণ ছলনা
কোরো না।

না না না না...

এখনও অজানা
মনেরই ঠিকানা,
কেন সে মানেনা
জানিনা।

তবুও চাইনি হারাতে
মিশেছ আলো ছায়াতে, 
ভুলেছি সব কিছু যে 
তোমারই দুচোখের ইশারায়।

কিছু আশা ধুলো মেখে
রাস্তা খোঁজে মনের বাঁকে
তারই আস্কারাতে মন ভুলেছে সব 
চায় শুধু তোমায়।

বেবাগী মন কি করে এখন
ভুলেছে আবছা আলাপন,
তবু ডাকি বারে বারে
শোনো কি তা।

কাছে পাওয়ার ইচ্ছে গুলো
তোমার ছোঁয়ায় আকাশ পেলো,
মনের ঘরে আগলে তোমায়
দীপান্বিতা। 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Allow !) #days=(20)

Welcome To World Lyrics BD Website. Learn More
Accept !